নিজস্ব সংবাদদাতাঃ র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামী ও বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১ ও র্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ০৭ মে ২০২৩ ইং তারিখ রাত ১৯.১০ ঘটিকার সময় চট্রগ্রাম মহানগরীর খুলশী থানাধীন আম বাগান এলাকায় অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্মচারী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাজহারুল ইসলাম ফরহাদ (৪৩) কে গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মাজহারুল ইসলাম ফরহাদ (৪৩) নোয়াখালী জেলার সুধারাম থানাধীন পূর্ব এওজবালিয়া গ্রামস্থ মফিজ মিয়ার ছেলে। ২০০৩ সালে চট্রগ্রাম মহানগরীর খুলশি থানাধীন আমবাগান এলাকায় চাঞ্চল্যকর রেলওয়ে কর্মচারী শফি উদ্দিন আহম্মদ হত্যা মামলা অন্যতম আসামী। ১৪/০৬/২০০৩ইং তারিখ আসামী মাজহারুল ইসলাম ফরহাদসহ অপরাপর আসামীরা রেলওয়ে কোয়ার্টারে বসবাসরত ভিকটিম শফি উদ্দিন আহম্মেদ এর বাসায় অস্ত্রসহ সজ্জিত হয়ে শফি উদ্দিন আহম্মেদকে গুলি করে এবং ছুরি ও রামদা দ্ধারা উপর্যুপরি আঘাত করে হত্যা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী মাসুদা বেগম বাদী হয়ে চট্রগ্রাম খুলশি থানায় হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যা মামলার পর বিজ্ঞ আদালত ২০০৪ সালে আসামীকে যাবজ্জীবন সাজা প্রদান করে। র্যাব-১১, সিপিসি-৩ এর আভিযানিক দল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাজহারুল ইসলাম ফরহাদকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে। পরবর্তীতে র্যাব-১১, সিপিসি-৩ ও র্যাব-৭, সিপিসি-৩ এর যৌথ আভিযানিক দল ০৭/০৫/২০২৩ ইং তারিখ তথ্য প্রযুুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাজহারুল ইসলাম ফরহাদ (৪৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।