1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

বিক্ষোভকারীদের হামলায় আদমজী ইপিজেড অচল, ৪৩ জন আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

য়ুগের নারায়ণগঞ্জ:
গাজায় ইসরাইলি হামলা ও ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড। গতকাল সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি থেকে বের হওয়া এক বিক্ষোভ মিছিল হঠাৎ ইপিজেডের মূল গেটে আক্রমণ চালিয়ে ভেতরে ঢুকে পড়ে। এরপর একের পর এক কারখানার গেট ভেঙে শ্রমিকদের বিক্ষোভে যোগ দিতে বাধ্য করা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুরের ঘটনায় অচল হয়ে পড়ে শিল্পাঞ্চলটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৪৩ জনকে আটক করা হয়েছে। হঠাৎ হিংসাত্মক রূপ নেওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা এটিকে “পরিকল্পিত অস্থিরতা” বলে অভিযোগ করেছেন

বিকেল ৪টায় সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি থেকে শুরু হওয়া মিছিলটি আদমজী ইপিজেডের মূল গেটের দিকে এগোলে গোয়েন্দা সূত্রে সতর্ক হয়ে নিরাপত্তা বাহিনী গেট বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর একটি প্রাইভেট কার বের হওয়ার জন্য গেট খোলার সময় বিক্ষোভকারীরা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। পরে তারা কাস্টমস গেট ভেঙে ইপিক গার্মেন্টসের সামনে শ্রমিকদের বিক্ষোভে যোগ দিতে আহ্বান করে। কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি দেওয়ায় পরিস্থিতি সাময়িক শান্ত থাকলেও, ইউনুসকো বিডি লিমিটেডের সামনে পুনরায় উত্তপ্ত হয় বিক্ষোভ। সেখানে হাই-প্রেশারের পানি ছিটানো হলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে ফ্যাক্টরির গেট ও জানালা ভাঙচুর করে।

পরবর্তীতে বিক্ষোভকারীরা অনন্ত হুয়াজিয়াং কারখানার গেটে নিরাপত্তাকর্মীদের সাথে হাতাহাতি করে। কিছু বিক্ষোভকারী গেট টপকে ভেতরে ঢুকে যন্ত্রপাতি ও অফিসকক্ষে ভাংচুর চালায়। এ সময় জোনের নির্বাহী পরিচালক ঘটনাস্থলে এসে সেনাবাহিনীকে ডাকেন। সেনা টহল দল এলে বিক্ষোভকারীরা পালাতে গেলে অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করা হয়। তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে আসেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব-১১ এর কমান্ডিং অফিসার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি ও জেলা পুলিশের অতিরিক্ত এসপি। বর্তমানে ইপিজেডে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিক্ষোভকারীদের একটি অংশের উদ্দেশ্য ছিল গাজা ইস্যুতে শ্রমিকদের কাজ বন্ধ করে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা। পুলিশ সূত্রে জানা গেছে, আটকদের মধ্যে কয়েকজন পূর্বে রাজনৈতিক সহিংসতার ঘটনায় জড়িত ছিল।

সেনা ও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে ইপিজেডের কার্যক্রম আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। তবে ভবিষ্যতে এমন ঘটনা রোধে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট