যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় ঝুটবোঝাই গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আর দাউ দাউ করে জ্বলন্ত ট্রাক পাঁচ কিলোমিটার চালিয়ে নিয়ে গেলেন চালক।
শনিবার (১৯ এপ্রিল) রাতে পশ্চিম জালকুড়ি এলাকার ওয়াপদা রোডে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জালকুড়ি স্ট্যান্ড থেকে বের হওয়ার পরেই ট্রাকটিতে আগুন লাগে। এসময় জ্বলন্ত অবস্থায় ট্রাকটি প্রায় পাঁচ কিলোমিটার এলাকা পর্যন্ত চালিয়ে নিয়ে যান চালক।
এতে করে পুরো সড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে জ্বলন্ত ঝুটের বস্তা পড়ে সড়কে আগুন ছড়িয়ে যায়। এ ঘটনায় অন্য একটি মাইক্রোবাসও পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান জানান, ট্রাকটি লেকের পাড় দিয়ে সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিল। এতে প্রচুর পরিমাণে ঝুট বোঝাই ছিল। মাত্রাতিরিক্ত তাপের কারণে ট্রাকের নিচের দিকে থাকা ঝুটের বস্তায় আগুন ধরে যায়। ট্রাকটি চলমান থাকায় আগুন আরও বেড়ে যায়। কিন্তু সেদিকে নজর না দিয়ে প্রায় পাঁচ কিলোমিটার ট্রাক চালিয়ে নিয়ে যান চালক। রাস্তায় জ্বলন্ত ঝুটের বস্তা ট্রাক থেকে ফেলতে ফেলতে যেতে থাকেন তিনি। এতে একটি মাইক্রোবাসে ঝুটের বস্তা পড়ে সেটিও আগুন লেগে পুড়ে যায়।